করেনাভাইরাস: সহায়তা পাবে শহরাঞ্চলের ২২ লাখ দরিদ্র জনগোষ্ঠী

করোনাভাইরাস

বাংলাদেশের শহর অঞ্চলে বসবাসরত প্রায় ২২ লাখ গরিব জনগোষ্ঠীকে করোনাভাইরাস মোকাবিলায় সহায়তা দেবে সরকার, জাতিসংঘ উন্নয়ন প্রোগ্রাম ও ডিফিড।
বৃহস্পতিবার (২ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের ২০ সিটি করপোরেশন ও মিউনিসিপ্যালিটির গরীব জনগোষ্ঠীকে স্বাস্থ্য সুরক্ষা প্যাকেজ যেমন সাবান, স্যানিটাইজারসহ অন্যান্য উপকরণ দেওয়া হবে।
সরকারের যুগ্মসচিব মোহাম্মাদ আব্দুল মান্নান বলেন, অপর্যাপ্ত পয়ঃনিষ্কাশন ও হাইজিন সামগ্রী না থাকায় শহরের গরীব জনগোষ্ঠী বড় স্বাস্থ্যঝুঁকিতে আছে। আমরা ২,৫০০ কমিউনিটি উন্নয়ন কমিটির মাধ্যমে শহরের ২১ লাখ ৬০ হাজার গরীব মানুষকে সেবা দেব।
এছাড়া করোনাভাইরাস সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য জাতিসংঘ উন্নয়ন প্রোগ্রাম সহায়তা দেবে বলে জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে।