কেরানীগঞ্জে করোনা আক্রান্ত প্রথম রোগী শনাক্ত

করোনা পরীক্ষা ( ছবি: নাসিরুল ইসলাম)

ঢাকার কেরানীগঞ্জ আবাাসিক এলাকায় করোনাভাইরাসে আক্রান্ত একজন রোগী শনাক্ত হয়েছে। তিনি একজন ইলেকট্রনিক্স ব্যবসায়ী এবং ঢাকায় তার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। বর্তমানে তিনি রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন। তার বাসা ঘিরে রেখেছে উপজেলা প্রশাসন।

এই ব্যবসায়ী করোনাভাইরাসে  আক্রান্ত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর মোবাবরক হোসাইন।

জানা গেছে, ঢাকায় ব্যবসা প্রতিষ্ঠান থাকলেও ওই আবাসিক এলাকার একটি বহুতল বাড়িতে তিনি ভাড়া থাকেন। সেখান থেকেই তিনি ঢাকায় যাতায়াত করতেন। কয়েকদিন আগে তিনি সর্দি-কশি-জ্বরসহ করোনার লক্ষণ নিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নমুনা জমা দেন। আজ রবিবার (৫এপ্রিল) ওই পরীক্ষায় তার শরীরে করোনাভাইরাসের জীবাণু ধরা পড়ে।

কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল জানান, খবর পেয়ে  আইনশৃঙ্খলা বাহিনী দ্বারা ওই বাড়িটি ঘিরে রাখা হয়েছে।  প্রয়োজনে ওই বাড়ি সংলগ্ন এলাকা লকডাউন করা হতে পারে।