তাবলিগের কার্যক্রম স্থগিত করলো মাওলানা সাদের অনুসারীরাও

1

এবার তাবলিগ জামাতের কার্যক্রম স্থগিত করলো মাওলানা সাদের অনুসারীরা। একইসঙ্গে যেসব জামাত দেশের বিভিন্ন স্থানের মসজিদে আছে তাদেরও বাড়ি ফিরে যেতে বলা হয়েছে। অন্যদিকে সাদবিরোধী অংশ দুদিন আগেই তাদের কার্যক্রম স্থগিত করেছে।
শুরুতে করোনাভাইরাসের সংক্রামণের ঝুঁকিকে গুরুত্ব দেয়নি তাবলিগ জামাত। মূলত ৬ এপ্রিল ধর্ম মন্ত্রণালয় মসজিদে মুসল্লিদের নামাজ বন্ধ ও তাবলিগসহ ধর্মীয় জমায়েত বন্ধ রাখার নির্দেশ দেওয়ার পরই নড়েচড়ে বসেন তাবলিগের মুরব্বিরা। ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা জারির পর সাদ অনুসারী পক্ষের মুরুব্বি ও শুরা সদস্য অধ্যাপক ইউনুস সিকদার তাদের অনুসারীদের বাড়ি ফিরে যাওয়ার নির্দেশ দেন এবং ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসরণের আহ্বান জানান।
অন্যদিকে সাদবিরোধী অংশ সরকারের সিদ্ধান্তের আভাস ও সারাবিশ্বের বিভিন্ন স্থানে তাবলিগ কর্মীদের করোনাভাইরাসে আক্রান্তের খবর নড়েচড়ে বসে। যদিও আগে তারা কার্যক্রম স্থগিতের পক্ষে ছিলেন না। মাওলানা সাদ বিরোধী অংশের মুরব্বি ও শুরা সদস্য মাওলানা জুবায়ের এক অডিও বার্তায় দেশে মসজিদ আমল আপাতত বন্ধ রাখার কথা বলেন অনুসারীদের।