‘করোনায় না মরলেও ক্ষুধায় মরবো’

1করোনা পরিস্থিতিতেও কাজ করছেন গাবতলীর আমিনবাজারের শ্রমিকরা। বুধবার (৮ এপ্রিল) সেখানে গিয়ে দেখা গেলো কোনও সুরক্ষাসামগ্রী ছাড়াই কাজ করছেন কয়লা শ্রমিকরা। কয়েকজনের কাছে মাস্ক থাকলে জানালেন, মাস্ক পরে কাজ করলে দমবন্ধ লাগে। দেশের করোনা পরিস্থিতি নিয়ে নিজের অভিমত জানালেন কয়লা শ্রমিক ইব্রাহিম খলিল। বলেন, ‘সবাইকে নাকি সরকার কাজ করতে মানা করেছে। আমরা যে কাজ করছি সরকার কী তা জানে? আমরা তো পেটের দায়ে কাজে নেমেছি। কাজ না করলে পয়সা পাবো কোথায়। করোনায় না মরলেও ক্ষুধায় মরতে হবে।’

করোনাভাইরাস মহামারি ঠেকাতে সাধারণ ছুটিতেও বন্ধ হয়নি এই কয়লা শ্রমিকদের কাজ। সংক্রমণ এড়াতে নেওয়া হয়নি কোনও সুরক্ষা ব্যবস্থা। ছবি তুলেছেন: সাজ্জাদ হোসেনকরোনা পরিস্থিতিতেও বাজ করছেন শ্রমিকরা

SAZZ2554SAZZ2603SAZZ2624SAZZ2663SAZZ2684SAZZ2674