৯৯৯-এ ফোন, চুরি হওয়া ট্রাক কুমিল্লা থেকে উদ্ধার

জাতীয় জরুরি সেবা নম্বরজাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে চুরি যাওয়া একটি মিনিট্রাক কুমিল্লা থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৮ এপ্রিল) জাতীয় জরুরি সেবার দায়িত্বে থাকা অতিরিক্ত ডিআইজি তবারক উল্লাহ এ তথ্য জানান।

তিনি জানান, ৭ এপ্রিল সন্ধ্যা পৌণে ৬টায় একজন কলার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে বাংলাদেশ পুলিশ পরিচালিত ‘জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯’ এ ফোন করেন। তিনি জানান তার ঢাকা মেট্রো ন-১৫-৪৫৯৬ নম্বরের মিনিট্রাকটি চুরি হয়ে গেছে। গাড়িটিতে জিপিএস ট্র্যাকার লাগানো আছে, এর মাধ্যমে তিনি দেখতে পাচ্ছিলেন গাড়িটি বর্তমানে দাউদকান্দি টোল প্লাজার কাছাকাছি আছে এবং টোল প্লাজার দিকে অগ্রসর হচ্ছে। ৯৯৯ তাৎক্ষণিক কলারের সঙ্গে দাউদকান্দি থানার ডিউটি অফিসারের কথা বলিয়ে দেয়। সংবাদ পেয়ে দাউদকান্দি থানার একটি টহল দল ঘটনাস্থলে যায় এবং দাউদকান্দি টোল প্লাজার কাছ থেকে চুরি হওয়া মিনিট্রাকটি উদ্ধার করে এবং গাড়ি থেকে দুই জনকে আটক করে। আটকরা হলেন, দুই সহোদর সোহেল (২৮) এবং সাগর (২২)। তারা নারায়ণগঞ্জের রূপগঞ্জের বাসিন্দা।

পরে আটক ব্যক্তিদের এবং উদ্ধার মিনিট্রাকটি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।