টেকনাফে উদ্ধারকৃত রোহিঙ্গাদের সহায়তা দিচ্ছে জাতিসংঘ

1

কক্সবাজারের টেকনাফ থেকে উদ্ধার হওয়া ৪ শতাধিক রোহিঙ্গা শরণার্থীকে থাকার জায়গাসহ অন্যান্য সহায়তা দিচ্ছে জাতিসংঘ শরণার্থী সংস্থা। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতিসংঘ শরণার্থী সংস্থা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয় সরকারের অনুরোধে এই সহায়তা দিচ্ছে ওই সংস্থা।
প্রায় দুইমাস সাগরে অবস্থানের পরে ওই রোহিঙ্গারা গত বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকালে কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার হলবনিয়া পাড়া ঘাটে উঠে তারা। ওই যাত্রায় প্রায় ৩০ জনের প্রাণহানি হয়েছে বলে জানা গেছে।
উদ্ধারকৃতদের মধ্যে একটি অংশ হচ্ছে নারী ও শিশু যাদের অনেকে পানিশূন্যতা ও পুষ্টিহীনতার শিকার। তাদের নয়াপাড়া ও উখিয়ায় চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। সরকারের নিয়ম অনুযায়ী তাদেরকে ১৪ দিনের কোয়ারেন্টিন মেয়াদ কাটাতে হবে। তবে এখন পর্যন্ত তাদের ওই রোগের উপসর্গ দেখা যায়নি।