খাগড়াছড়ির পানছড়িতে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ

IMG-20200421-WA0005

করোনা পরিস্থিতিতে খাগড়াছড়ি জেলার পানছড়ির দুর্গম পাহাড়ি এলাকায় দুস্থ ও অসহায় মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) খাগড়াছড়ির পানছড়ি উপজেলার রাঙ্গাপানিছড়ায় এসব ত্রাণসামগ্রী বিতরণ করে সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোন।

খাগড়াছড়ি সদর জোনের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. জাহিদুল ইসলাম জানান, মানবিক সেবার অংশ হিসেবে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার রাঙ্গাপানিছড়া এলাকায় করোনাভাইরাসের মহামারি থেকে পরিত্রাণের জন্য হোম কোয়ারেন্টিনে রয়েছেন ওই এলাকার বাসিন্দারা। সেখানকার নিম্নবিত্ত, গরিব, অসহায় এবং দুস্থ জনগোষ্ঠীর মাঝে সদর জোনের পক্ষ থেকে ত্রাণসামগ্রী বিতরণ করেন তারা।

পানছড়ি সাবজোন কমান্ডার ক্যাপ্টেন মো. আহসান হাবীব জানান, ত্রাণের প্রতিটি প্যাকেটে ১০ কেজি চাল, ২ কেজি আটা, আধা কেজি চিনি, ১ লিটার তেল, আধা কেজি লবণ, ৫ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ২টি সাবান এবং ৫ প্যাকেট বিস্কুট সামগ্রী ছিল।

আহসান হাবীব জানরান, ত্রাণ বিতরণের সময় জরুরি প্রয়োজন না হলে কাউকে বাইরে না আসার জন্য এবং সরকারি সব বিধিনিষেধ মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয় এলাকাবাসীকে। এছাড়াও স্বাস্থ্যবিধি মেনে চলা, বারবার সাবান দিয়ে হাত ধোয়া এবং বাইরে আসলে মাস্ক ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়।