করোনায় ঐতিহ্যবাহী চকবাজারের ভিন্ন চিত্র (ফটোস্টোরি)

চকবাজার রোডকরোনাভাইরাসের কারণে এবার বসতে পারেনি পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারের ইফতার বাজার। প্রতিবছর রোজা শুরুর আগে থেকেই চকবাজারের সড়ক বন্ধ করে বসে ইফতারের দোকান। কিন্তু করোনার কারণে এবার সে চিত্র অনেকটাই ভিন্ন। বসানো হয়নি কোনও দোকান, নেই বিক্রেতাদের ব্যস্ততা। অনেক ক্রেতা ইফতার ক্রয় করতে এসেও খালি হাতে ফিরে গেছেন। কেউ কেউ স্বল্প পরিসরে দোকান খুললেও সেগুলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বন্ধ করে দিয়েছেন। শনিবার (২৫ এপ্রিল) রমজান মাসের প্রথম দিনে চেনা চকবাজারের অচেনা ছবি তুলেছেন বাংলা ট্রিবিউনের ফটোগ্রাফার সাজ্জাদ হোসেন

কেউ কেউ স্বল্প পরিসরে ইফতারি নিয়ে বসেন94435769_2844647865654182_3945354956650840064_n

নিষেধাজ্ঞা উপক্ষো করে অস্থায়ীভাবে বিক্রি করছেন ইফতারিসবাইকে সতর্ক করে সরিয়ে দেয় পুলিশ94381814_315246619437999_7295208230945292288_n