‘শর্ত পূরণ করলে আরও বেসরকারি হাসপাতালকে করোনা পরীক্ষার অনুমোদন’

 

অধ্যাপক ডা. নাসিমা সুলতানাস্বাস্থ্য অধিদফতরের দেওয়া শর্ত পূরণ করতে পারলে আরও বেসরকারি হাসপাতালকে করোনা পরীক্ষার জন্য অনুমোদন দেওয়া হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান তিনি।

উল্লেখ্য, এপর্যন্ত  তিনটি বেসরকারি হাসপাতালকে তাদের ভর্তিকরা রোগীর করোনা পরীক্ষার অনুমোদন দেওয়া হয়েছে।

নাসিমা সুলতানা বলেন, ‘যে তিনটি বেসরকারি হাসপাতালকে নমুনা পরীক্ষার অনুমোদন দেওয়া হয়েছে, সেখান থেকে শুধুমাত্র এভারকেয়ার হাসপাতালের (সাবেক অ্যাপোলো হাসপাতাল) রিপোর্ট আজকে এসেছে। এছাড়া, পরীক্ষার জন্য আমাদের কাছে ল্যাবএইড হাসপাতাল, ইবনে সিনা হাসপাতাল এবং ঢাকার বাইরে আরও  কয়েকটি হাসপাতাল আবেদন করেছে। এই আবেদনগুলো আমাদের বিবেচনাধীন আছে। আমরা আজকালের মধ্যেই এই বেসরকারি হাসপাতালগুলোকে পূর্বের শর্ত অনুযায়ী অনুমোদন দেবো।’

তিনি বলেন, ‘বেসরকারি হাসপাতাল যারাই আমাদের শর্ত পূরণ করতে পারবে, আমরা তাদেরকেই অনুমোদন দিয়ে দেবো।’