চামেলীবাগে গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

 

ঝুলন্ত লাশরাজধানীর পল্টনের চামেলীবাগ এলাকার একটি বাসার বাথরুম থেকে রোজিনা খাতুন (১৩) নামে এক গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকাল ৩টায় খবর পেয়ে পল্টন থানার পুলিশ ১৪ চামেলীবাগ বাসার ৩বি ফ্ল্যাট থেকে লাশটি উদ্ধার করে। রোজিনার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানার কাউনিয়া গ্রামে। বাবার নাম আইয়ুব আলী।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, খবর পেয়ে পুলিশ বাথরুমের দরজার লক ভেঙে কিশোরীর লাশ উদ্ধার করে। কাপড় রাখার রেলিংয়ের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ছিল লাশটি। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে লাশটি পাঠিয়ে দেওয়া হয়।

ফ্ল্যাটটিতে বসবাসরতদের বরাত দিয়ে তিনি আরও জানান, রোজিনা ওই বাসায় প্রায় এক বছর ধরে কাজ করেছে। বাসাতে তার (রোজিনা) নানিও গৃহকর্মীর কাজ করতো। দুপুরে কাপড় শুকানোর জন্য ছাদে যায় রোজিনা। পরে সেখান থেকে বাথরুমে ঢোকার পর অনেক সময় পার হয়ে গেলেও দরজা না খোলায় নক করা হয়। ভেতর থেকে কোনও সাড়া শব্দ না পেয়ে থানায় খবর দেওয়া হয়।

ওসি আবু বকর সিদ্দিক বলেন, লাশ উদ্ধারের ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যালের মর্গে পাঠানো হয়েছে।