করোনায় মৃতদের দাফন (ফটোস্টোরি)

ঢাকায় শুরু থেকে করোনা সংক্রান্ত লাশ দাফন করা হয় খিলগাঁও-এর তালতলা কবরস্থানে। কিন্তু সেখানে পানি জমে থাকার ফলে রায়েরবাজার বধ্যভূমি কবরস্থানে করোনা রোগীদের লাশ দাফন করা শুরু হয়। এ পর্যন্ত রায়েরবাজার কবরস্থানে ১০ দিনে ৫৮টি লাশ দাফন করা হয়েছে। শনিবার (৯ মে) ৫৮তম লাশ দাফনের ছবি তুলেছেন বাংলা ট্রিবিউনের ফটোগ্রাফার সাজ্জাদ হোসনজানাজাদাফনের জন্য নামানো হচ্ছে লাশ

ছবি: সাজ্জাদ হোসেন

মাটি দিয়ে ঢেকে দেওয়া হচ্ছেদাফনকারীরা জীবাণুনাশক দিয়ে হাত পরিষ্কার করে নিচ্ছেন

দাফন শেষে পুড়িয়ে ফেলা হচ্ছে পিপিইসহ অন্যান্য সরঞ্জাম