‘কোভিড-১৯ রেজুলেশন থেকে উপকৃত হবে বাংলাদেশ’

এম শহীদুল হক

করোনাভাইরাস মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোকে একটি বিশেষ সুবিধা দেওয়ার বিষয়ে জাতিসংঘ সদস্য রাষ্ট্রগুলো একমত হয়েছে। কোভিড-১৯ সংক্রান্ত ওই রেজুলেশন চূড়ান্ত হলে বাংলাদেশ উপকৃত হবে বলে মন্তব্য করেছেন সাবেক পররাষ্ট্র সচিব ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ফেলো মোহাম্মাদ শহীদুল হক।
শহীদুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘একটি জায়গায় সবাই একমত হয়েছে করোনাভাইরাসের ভ্যাকসিনের বিষয়ে উন্নয়নশীল দেশগুলোকে বিশেষ সুবিধা দিতে হবে। একটি ন্যায্য দামে সমতার ভিত্তিতে ওই ওষুধে অধিকার থাকার বিষয়ে এবং এই মহামারি মোকাবিলায় প্রয়োজনীয় সামগ্রীর বিষয়ে ছাড় দেওয়ার বিষয়ে সবাই একমত হয়েছে। সবকিছু ঠিক থাকলে বিশ্ব স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে রেজুলেশনের দর কষাকষি সোমবার শেষ হবে।’

শহীদুল হক বলেন, ‘আন্তর্জাতিক স্বাস্থ্য ব্যবস্থার বাইরে নয় বাংলাদেশ। মহামারি ঠেকানোর যে প্রটোকল এখন আমাদের ডাক্তাররা তৈরি করছেন সেটি আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থার অনেক দিনের ফসল।’ তিনি বলেন, ‘মহামারি বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিভিন্ন প্রকল্প আছে, সেখান থেকে তহবিল আসবে।’  ভ্যাকসিন বিষয়ে তিনি বলেন, ‘এটি যখন বাজারে আসবে তখন অপেক্ষাকৃত দুর্বল দেশকে বিশেষ সুবিধা দেওয়া হবে। সুলভ মূল্যে এবং সমতার ভিত্তিতে তারা যেন ওষুধ পায় তার ব্যবস্থা রাখা আছে।’