ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল খান। তিনি বলেন, নিহতের মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহতের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের জখম রয়েছে। বিষয়টি সবুজবাগ থানাকে অভিহিত করা হয়েছে।
এদিকে নিহতের বড় বোন হাজেরা বেগম জানান, শুক্রবার সন্ধ্যায় কদমতলায় তাদের বাসায় এলাকার স্থানীয় অলিসহ কয়েকজন এসে তার ভাইকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সংবাদ পেয়ে হাজেরা বেগম হাসপাতালে এসে ভাইয়ের মৃতদেহ দেখতে পান। তবে কী কারণে, কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এই বিষয়ে এখনও কিছু জানতে পারিনি বলেও জানান তিনি।
দুই ভাই ও তিন বোনের মধ্যে নিহত নাদির ছিল সবার ছোট। তার বাবার নাম মৃত সুরুজ মিঞা।