ট্রান্সজেন্ডার ও হিজড়া জনগোষ্ঠীর ২৮০ জনকে ঈদ সামগ্রী দিলো ‘বন্ধু’

করোনাভাইরাসের মহামারিতে আর্থিকভাবে অস্বচ্ছল ট্রান্সজেন্ডার ও হিজড়া জনগোষ্ঠীর ২৮০ জনকে ঈদের বাজার করে দিয়েছে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি (বন্ধু)। রাজধানীর কাকরাইল, মগবাজার, শ্যামপুর, সিদ্ধিরগঞ্জ ও ধামরাইয়ে বসবাসরত ট্রান্সজেন্ডার ও হিজড়া সম্প্রদায়ের ২৮০ জনের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। রবিবার (২৪ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বন্ধু।

বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি জানিয়েছে, ঈদ সামগ্রীর প্যাকেজে ছিল— ৫ কেজি চাল, ১ কেজি পোলাও চাল, ২ প্যাকেট সেমাই, ১ কেজি দুধ, ১ কেজি চিনি, ১ কেজি ডাল ও ১ কেজি তেল।

দীর্ঘদিন উপার্জনহীন থাকা এই ট্রান্সজেন্ডার ও হিজড়ারা যেন আর সবার মতো স্বাভাবিকভাবে ঈদ করতে পারে সে জন্যই এই উদ্যোগ। করোনার এই সময়ে এখন পর্যন্ত ৮০৪ জন হিজড়া ও লৈঙ্গিক বৈচিত্র্যময় জনগোষ্ঠীকে ত্রাণ দিয়েছে বন্ধু। এছাড়া, সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার সহায়তায় আরও দেড় হাজার ব্যক্তির জন্য ত্রাণের ব্যবস্থা করেছে তারা। বন্ধু তার সহযোগী সংস্থাগুলোর সহায়তায় সারাদেশে সাড়ে তিন হাজার ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর তালিকা করে, সাত সদস্যের স্বতন্ত্র টাস্কফোর্সের মাধ্যমে ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে। ঈদের পরে আরও এক হাজার ৫০০ হিজড়া ও লৈঙ্গিক বৈচিত্র্যের জনগোষ্ঠীকে ত্রাণ দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করেছে বন্ধু।