উন্মুক্ত বিনোদনকেন্দ্রে ভিড় করছেন অনেকেই (ফটো স্টোরি)

2

করোনাভাইরাসের মহামারির মধ্যে এসেছে ঈদ। কিন্তু ঈদের পরের দিন আর সতর্কতার ধার ধারছেন না অনেকে। করোনাভাইরাসে সামাজিক দূরত্ব ধরে রাখতে রাজধানীতে অধিকাংশ মানুষ ঘরবন্দি ঈদ উদযাপন করলেও কিছু কিছু মানুষ ঈদের পরের দিন বাইরে বেরিয়েছেন। আজ মঙ্গলবার (২৬ মে) সকাল থেকে বিকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, করোনাভাইরাসের ঝুঁকির মধ্যেই ঈদের পরের দিন সপরিবারে ভ্রমণে বের হয়েছেন অনেকে। যারা বের হয়েছেন তাদের বেশিরভাগই বয়সে তরুণ-তরুণী। কোথাও-কোথাও ব্যক্তিগত গাড়িরও দেখা মিলেছে।

1
মুখে মাস্ক ছাড়াই অনেকে বেরিয়ে এসেছেন রাস্তায়। স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে এক রিকশায় উঠেছেন কয়েকজন। একই বাইকে তিনজন ঘুরছেন। করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে সবাইকে ঈদে ঘরে থাকতে বলা হয়েছে। কিন্তু ঈদের পরের দিন বিনোদনকেন্দ্রে ঘুরতে এসে বন্ধ দেখে ফিরে যেতে বাধ্য হন অনেকে। বিনোদনকেন্দ্র বন্ধ থাকার ফলে অনেকের উন্মুক্ত স্থানে জড়ো হয়ে আড্ডায় মেতে উঠেন।

9863475