পথ থেকে শাক পাতা সংগ্রহ (ফটোস্টোরি)

ত্রাণের ব্যাগে আলু ডাল চাল দিয়ে গত দুই মাস সংসার চলে। অন্য কোন খাবারের জোগান নেই। ত্রাণের ব্যাগও সবসময় মেলে না। বৃহস্পতিবার দুপুরে রাস্তায় দেখা মিললো এই নারীর। ডিভাইডারে ফুল পাতাবাহারের ভিড়ে খুঁজে খুঁজে খাওয়ার উপযোগী শাক সংগ্রহ করছেন। কিছুক্ষণের মধ্যে দু হাত ভর্তি শাক তুলে নিয়ে দেখালেন। 

চোখে মুখে খুশির রেশ। আজ অনেকদিন পরে ডালের সঙ্গে একটু শাক জুটবে কপালে। একটু মরিচ আর ভাত। রান্না হবে কীভাবে? একটু ভাজা ভাজা হবে। রোজ দুই তরকারি দিয়ে খাওয়ার অভ্যাস করোনার আকাল নামার পর চলে গেছে বললেই চলে। ঘরে বেকার স্বামী। নিজেও কাজ করতেন। এখন কাজ নেই। হাতে নগদ টাকা না থাকায় শাকসবজি খাওয়া প্রায় বন্ধ হয়ে গেছে। ঈদের কয়দিনে অন্যান্য খাবার সংগ্রহেও পড়েছে ভাটা। 100103970_250238479621332_9130389654208512000_n101145105_2697789197133630_7195334495963185152_n100682694_670399670184876_965158990558265344_n100048517_253234765749882_491720729725763584_n