ব্যবসায়ী আব্দুল মোনেম মারা গেছেন

pic-coverবিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মোনেম ডিস্ট্রিক্ট লিমিটেডের কর্নধার এম আব্দুল মোনেম মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  মস্তিস্কে রক্তক্ষরণজনিত কারণে রবিবার (৩১ মে) রাজধানীতে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) মারা যান বলে জানিয়েছেন ইগলুর প্রধান নিবার্হী কর্মকর্তা (সিইও) কামরুল হাসান। 

তিনি জানিয়েছেন, দেশের অন্যতম শীর্ষস্থানীয় গ্রুপ অব কোম্পানি আব্দুল মোনেম ডিস্ট্রিক্ট লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনসা পরিচালক ব্যবসায়ী আব্দুল মোনেম ব্র্রেন স্ট্রোক করে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) মারা যান।

উল্লেখ্য, আব্দুল মোনেম ডিস্ট্রিক্ট লিমিটেড দেশের বৃহত্তম অবকাঠামো প্রকল্প পদ্মসেতু প্রকল্পের সংযোগ সড়কসহ দেশের বেশ কয়েকটি মহাসড়ক তাদের ঠিকাদারি প্রতিষ্ঠান এএমএল-এর তৈরি। ইগলু, কোক-পেপসি, ইগলু চিনি আব্দুল মোনেম ডিস্ট্রিক্ট লিমিটেডের সহ-প্রতিষ্ঠান।

ইগলুর প্রধান নিবার্হী কর্মকর্তা (সিইও) কামরুল হাসান জানিয়েছেন, মস্তিস্কে রক্তক্ষরণ হওয়ায় গত ১৭ মে আব্দুল মোনমকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার কিডনি জটিলতাও ছিলো। তিনি জানিয়েছেন, আবদুল মোনেমের বয়স হয়েছিল ৮৮ বছর। 

আবদুল মোনেম লিমিডেটের নির্মাণ, খাদ্য, পানীয়, ওষুধ, অর্থনৈতিক অঞ্চলসহ নানা খাতে ব্যবসা রয়েছে। মোনেম গ্রুপের ওয়েবসাইটে পাওয়া তথ্য অনুযায়ী, ১৯৫৬ সালে আবদুল মোনেম নিজের নামে ব্যবসা প্রতিষ্ঠান শুরু করেন। এ প্রতিষ্ঠানে ১০ হাজারের অধিক সংখ্যক কর্মী কাজ করেন।

আবদুল মোনেমের দুই ছেলে এ এস এম মাইনুদ্দিন মোনেম ও এ এস এম মহিউদ্দিন মোনেম আবদুল মোনেম লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক।