পুলিশে করোনায় আক্রান্ত ৪ হাজার ৮৬৮ জন

রাজারবাগ পুলিশ হাসপাতালের সামনে করোনা থেকে সুস্থ হওয়া পুলিশ সদস্যরা। (ফাইল ছবি)

করোনাভাইরাসের মধ্যে দেশজুড়ে আইন শৃঙ্খলা রক্ষা করতে গিয়ে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন পুলিশ বাহিনীর সদস্যরা। প্রতিদিনই বাড়ছে পুলিশে করোনায় আক্রান্তের সংখ্যা। রবিবার (৩১ মে) পর্যন্ত এ সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৮৬৮ জনে। কোয়ারেন্টিনে আছেন পুলিশের ৫ হাজার সদস্য। আইসোলোশনে আছেন আরও এক হাজার ১৯৫ জন। পুলিশ সূত্রে এসব তথ্য জানা গেছে।

অন্যদিকে, করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন অনেকেই। পুলিশ সদর দফতরের জনসংযোগ বিভাগ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা ভাইরাসে অসুস্থ হওয়া আরও ১৫৩ জন পুলিশ সদস্য রবিবার (৩১ মে) বিকালে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। করোনা পজিটিভ হওয়া ১৫৩ জনের নমুনা নির্ধারিত সময় শেষে পরপর দুইবার পরীক্ষা করে পাওয়া রিপোর্টে তারা কোভিড-১৯ নেগেটিভ হওয়ায় চিকিৎসকরা তাদেরকে সুস্থ ঘোষণা করেন এবং হাসপাতাল ত্যাগের ছাড়পত্র দেন।

হাসপাতাল কর্তৃপক্ষ সুস্থ হওয়া সকল পুলিশ সদস্যকে মাস্ক প্রদান করেন। তাদেরকে ফুল দিয়ে বিদায় জানানো হয়।

উন্নত চিকিৎসার ফলে ইতোমধ্যে করোনা আক্রান্ত ১ হাজার ৮০১ জন পুলিশ সদস্য সুস্থ হয়ে উঠেছেন। তাদের মধ্যে অনেকেই জনগণের সেবায় আবার কাজে ফিরেছেন।