‘জাহানারা ইমামের আন্দোলনের সূচনা থেকেই ছিলেন মোবারক আলী’

শাহরিয়ার কবির ও কাজী মুকুলএকাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আশুগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোবারক আলী চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শাহরিয়ার কবির ও সাধারণ সম্পাদক কাজী মুকুল।
সোমবার (১ জুন ) এক শোক বিবৃতিতে তারা বলেন, ৭১-এর যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে শহীদজননী জাহানারা ইমামের আন্দোলনের সূচনা থেকে মোবারক আলী চৌধুরী সম্পৃক্ত ছিলেন। আশুগঞ্জে মৌলবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী সব নাগরিক আন্দোলন এবং মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনা সংরক্ষণের বিভিন্ন উদ্যোগের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন তিনি। তার মৃত্যুতে আশুগঞ্জে প্রগতিশীল সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা সহজে পূরণ হবে না।
গতকাল রবিবার (৩১ মে) মোবারক আলী চৌধুরী মারা যায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। শোক বিবৃতিতে বলা হয়, তিনি কিছু দিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। শোকসন্তপ্ত পরিবারের সদস্যবৃন্দ ও সহযোদ্ধাদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির ও সাধারণ সম্পাদক কাজী মুকুল।