কওমি মাদ্রাসার অফিস খোলার অনুমতি দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন

ইসলামিক ফাউন্ডেশনছাত্র-ছাত্রী ভর্তির কার্যক্রম পরিচালনার করতে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিত করে কওমি মাদ্রাসাগুলোর অফিস খোলার অনুমতি দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। সোমবার (১ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ইসলামিক ফাউন্ডেশন। যদিও সরকারের এই ঘোষণা আসার আগেই দেশের বিভিন্ন স্থানের অনেক মাদ্রাসা তাদের ভর্তি কার্যক্রম চালুর ঘোষণা দিয়েছে।
বিজ্ঞপ্তিতে ইসলামিক ফাউন্ডেশন জানায়, দেশের কওমি মাদ্রাসাগুলোতে প্রতিবছর রমজান মাসের পরপর নতুন ছাত্র-ছাত্রী ভর্তি করা হয়ে থাকে। এ বছর ছাত্র-ছাত্রী ভর্তির কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে অফিস খোলার অনুমতি প্রদানের জন্য কওমি মাদ্রসাগুলোর পক্ষ থেকে ধর্ম প্রতিমন্ত্রীর মন্ত্রণালয় বরাবর আবেদন এসেছে। প্রতিমন্ত্রী বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন। প্রধানমন্ত্রী স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে অফিস খোলা রাখার অনুমতি দিয়েছেন।