করোনা আক্রান্ত সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিমের অবস্থা ‘স্ট্যাবল’

0f1e6409fbe87a29445e48ba47a6de8e-5a328e8078599

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর শ্যামলীতে অবস্থিত বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম আগের চেয়ে ভালো আছেন। তার অবস্থা এখন 'স্ট্যাবল' বলে জানিয়েছেন হাসপাতালের সিইও আল ইমরান চৌধুরী।

মঙ্গলবার (২ জুন) বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘সাবেক স্বাস্থ্যমন্ত্রী করোনা পজিটিভ হয়ে আইসিইউতে রয়েছেন ঠিকই। কিন্তু তিনি ভালো আছেন, আগের চেয়েও স্ট্যাবল রয়েছেন। তিনি হাই ফ্লো অক্সিজেন পাচ্ছেন।'

তিনি আরও জানান, তাকে (মোহাম্মদ নাসিমকে) সিএমএইচ (সম্মিলিত সামরিক হাসপাতাল)-এ নিতে চাওয়া হয়েছিল, কিন্তু তিনি এই হাসপাতালেই থাকতে চেয়েছেন।

প্রসঙ্গত, সোমবার রাতে মোহাম্মদ নাসিমের ছেলে তানভীর শাকিল জয় বাংলা ট্রিবিউনকে বলেন, 'চার দিন আগে বিএসএমএমইউতে পরিবারের সবাই টেস্ট করেছে। ফলাফল নেগেটিভ আসে। আব্বা শারীরিকভাবে দুর্বল অনুভব করায় আমরা তাকে হাসপাতালে ভর্তি করেছি। হাসপাতালে তাকে স্যালাইন দেওয়া হয়েছে। করোনা পরীক্ষার জন্য আবারও তার নমুনা নেওয়া হয়। সেখানে করোনা পজিটিভ এসেছে।'