সশস্ত্র বাহিনীর সদস্য ও তাদের পরিবারের ৪২৫৩ জন করোনায় আক্রান্ত

আইএসপিআরদেশে করোনা সংক্রমণ শুরুর পর থেকে শনিবার (২০ জুন) পর্যন্ত সশস্ত্র বাহিনীর সদস্য ও তাদের পরিবারের ৪ হাজার ২৫৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, শনিবার (২০ জুন) পর্যন্ত সশস্ত্র বাহিনীর সদস্য ও তাদের পরিবারের ৪ হাজার ২৫৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত সপ্তাহেই আক্রান্ত হয়েছেন ৭১৩ জন। এরমধ্যে মারা গেছেন ৮ জন। মারা যাওয়া ৮ জনই সশস্ত্রবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য।
এর আগে গত ২৩ মে (২০২০) আইএসপিআর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনায় আক্রান্ত হয়ে ঢাকাসহ বিভিন্ন সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় ১০ জন মারা গেছেন। যাদের মধ্যে কর্মরত দু'জন সেনা সদস্যও রয়েছেন। অন্য আটজন সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য ছিলেন।