বারডেমে আগুন নিয়ন্ত্রণে, আতঙ্ক ছড়ালেও হতাহত নেই

 

বারডেম হাসপাতাল-২ (ছবি: সংগৃহীত)রাজধানীর সেগুনবাগিচায় বারডেম জেনারেল হাসপাতাল-২ (মা ও শিশু)  এর একটি স্টোর রুমে লাগা আগুন নির্বাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বেলা ১১টা ২৭ মিনিটে লাগা আগুন নিয়ন্ত্রণে আসে ১১টা ৪০ মিনিটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তৃতীয় তলায় শিশু ওয়ার্ডের পাশে একটি কক্ষে আগুন লাগে। এতে আতঙ্কিত হয়ে হাসপাতালের রোগীরা অনেকে নিচে নেমে আসেন।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা লিমা খানম জানান, আগুন তৃতীয় তলার একটি কক্ষে লেগেছিল। সেখানে পরিত্যক্ত জিনিস রাখা ছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ ও নির্বাপন করেন। এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।