করোনায় মারা গেলেন বাংলাদেশ ব্যাংকের পরামর্শক আল্লাহ মালিক কাজমী

আল্লাহ মালিক কাজমী

মহামারি করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন বাংলাদেশ ব্যাংকের চেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাডভাইজার আল্লাহ মালিক কাজমী। শুক্রবার (২৬ জুন) বিকাল ৫টা ৬ মিনিটে কেন্দ্রীয় ব্যাংকের গুরুত্বপূর্ণ এই কর্মকর্তা রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মো. সিরাজুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

সিরাজুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কাজমী স্যারের হার্টে সমস্যা ছিল। গত সপ্তাহে তিনি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি হন।’  শুক্রবার দুপুরের দিকে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। তখন যোগাযোগ করা হলে সিরাজুল ইসলাম জানান, ‘কাজমী স্যার লাইফ সাপোর্টে আছেন।’ সন্ধ্যা ৬টা ২০ মিনিটে আবারও যোগাযোগ করা হলে তিনি জানান, ‘কাজমী স্যার মারা গেছেন।’

এদিকে শারীরিক অন্যান্য জটিলতার সঙ্গে আল্লাহ মালিক কাজমীর করোনা পজিটিভ শনাক্ত হয়েছে বলে জানান বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা।