লঞ্চডুবি: দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি আইন ও সালিশ কেন্দ্রের

আইন ও সালিশ কেন্দ্র

বুড়িগঙ্গা নদীতে ময়ূর-২ লঞ্চের ধাক্কায় মর্নিং বার্ড নামের লঞ্চ ডুবে যাওয়ায় নারী ও শিশুসহ ৩৩ জনের মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র। একইসঙ্গে নিহতদের জন্য গভীর শোক প্রকাশ করেছে এই মানবাধিকার সংগঠনটি।

মঙ্গলবার (৩০ জুন) আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারম্যান অ্যাডভোকেট জেড আই খান পান্না স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ঘটনায় আইন-সালিশ কেন্দ্র গভীরভাবে শোকাহত। পাশাপাশি এ ঘটনার সঙ্গে জড়িতদের নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দ্রুততার সঙ্গে আইনানুগ শাস্তি প্রদান করার দাবি জানাচ্ছে।

সোমবার (২৯ জুন) সকাল ৯টার দিকে এমএল মর্নিং বার্ড নামের লঞ্চটি মুন্সীগঞ্জের কাঠপট্টি থেকে সদরঘাটের উদ্দেশে রওনা হয়। সদরঘাটের কাছেই ফরাশগঞ্জ ঘাট এলাকায় ময়ূর-২ নামের আরেকটি লঞ্চের ধাক্কায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে মর্নিং বার্ড ডুবে যায়। ধাক্কা দেওয়া লঞ্চ ময়ূর-২ জব্দ করা হয়েছে। তবে লঞ্চের চালক পালিয়ে গেছেন।

করোনার এ সংকটের সময় এমন হৃদয়বিদারক ও মর্মান্তিক ঘটনা সবার মাঝে দুঃখ ও চরম ক্ষোভের সঞ্চার করেছে। নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ইতোমধ্যে গণমাধ্যমকে বলেছেন, ‘এ ঘটনা ইচ্ছাকৃতভাবে ঘটানো। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। কোনও দুর্ঘটনা নয়।’ আইন ও সালিশ কেন্দ্র মনে করে, এ ঘটনা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। বরং সমাজের প্রতিটি স্তরে আইনের শাসন আর জবাবদিহিতার অভাব ও বিচারহীনতার অপসংস্কৃতির কারণে মানুষ এ ধরনের বেপরোয়া আচরণ করার সাহস পাচ্ছে।