পান্থপথে ওয়ালটন প্লাজায় ডাকাতি, দুই আসামি রিমান্ডে

রিমান্ড

রাজধানীর পান্থপথ এলাকায় ওয়ালটন প্লাজার (এসটি) শোরুমে ডাকাতির অভিযোগে গ্রেফতার দুই জনকে একদিনের রিমান্ড মঞ্জুর এবং অপর একজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রবিবার (৫ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী শুনানি শেষে এ আদেশ দেন।

রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলো, সুমন ও রানা। কারাগারে যাওয়া আসামির নাম সাথী। আদালতের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, রবিবার শেরেবাংলা নগর থানার এ মামলায় তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সুমন চন্দ্র শীল আসামিদের আদালতে হাজির করেন। সুমন ও রানার সাত দিনের রিমান্ড এবং সাথীকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। তার আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এ আদেশ দেন। আসামিদের পক্ষে কোনও আইনজীবী ছিলেন না।

এর আগে, গত ২৩ জুন রাতে রাজধানীর পান্থপথ এলাকায় ওয়ালটন প্লাজার একটি শোরুমে ডাকাতির ঘটনা ঘটে। ওই ঘটনায় ২৪ জুন শেরেবাংলা নগর থানায় ওয়ালটন শোরুমের টিম ম্যানেজার মো. রানা মিয়া শেরেবাংলা নগর থানায় একটি মামলা দায়ের করেন।