কুয়েতে গ্রেফতার এমপি পাপুলের বিষয়ে তথ্য সংগ্রহ করছে সিআইডি

মানবপাচার বিষয়ে সিআইডির প্রেস ব্রিফিংমানবপাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কুয়েতে গ্রেফতার লক্ষীপুর-২ আসনের সংসদ সদস্য শহীদুল ইসলাম পাপুলের বিষয়ে তথ্য-উপাত্ত সংগ্রহ করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার (৬ জুলাই) দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডি'র কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিআইডির প্রধান অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মাহবুবুর রহমান এই তথ্য জানান।  

গ্রেফতার পাপুলের  বিষয় তিনি বলেন, ‘আমরা এবিষয়ে সব ধরনের তথ্য উপাত্ত সংগ্রহ করছি। এছাড়াও এটি আন্তর্জাতিক একটি ইস্যু। তাই অনেক বিষয় বিবেচনা করে কাজ করতে হচ্ছে। আশা করি শিগগিরই এবিষয়ে জানাতে পারবো।’

মূলত লিবিয়ায় মানবপাচারের সঙ্গে জড়িতদের বিষয় সাংবাদিবদের ব্রিফ করছিলেন পুলিশের এই কর্মকর্তা। তিনি বলেন, ‘লিবিয়ায় মানবপাচারের সঙ্গে গডফাদাররা নজরদারিতে রয়েছে। পাশাপাশি অন্যান্য দেশে যারা মানবপাচারের সঙ্গে জড়িত, তাদেরও নজরদারিতে রেখেছে সিআইডি।’

সিআইডি প্রধান বলেন, ‘মানবপাচারকারীদের বিষয়ে সরকারের দুটি মন্ত্রণালয়ের কাছ থেকে আমরা দুটি তালিকা পেয়েছি। এছাড়াও পাচার হওয়া ভুক্তভোগী, তাদের পরিবার ও বিভিন্ন দেশের অ্যাম্বাসির কাছ থেকে অনেক নাম পাওয়া গেছে। তাদেরও আমরা নজরদারিতে রেখেছি।’

তিনি বলেন, ‘লিবিয়ার মানবপাচারের ঘটনায় ২৬ বাংলাদেশি নিহত হয়েছে। আহত হয়েছে ১১ জন। এই ঘটনায় জড়িত গডফাদারদের তিন জনের সম্পর্কে তথ্য প্রমাণ পাওয়া গেছে। তাদের বিষয়ে তদন্ত চলছে। তদন্তের স্বার্থে এখনই আমরা কিছু বলতে চাচ্ছি না।’

এই কর্মকর্তা আরও জানান, ‘মানবপাচারকারী যারা আটক হয়েছে তাদের কাছ থেকেও আমরা অনেক নাম পেয়েছি। সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। এছাড়াও আমরা মানবপাচারকারী চক্রের গডফাদারদের বিষয়ে বিভিন্নভাবে অনুসন্ধান করছি। তাদের গ্রেফতার করতে পারলে অবশ্যই সামনে নিয়ে আসবো। আমরা আইনি সব প্রক্রিয়া মেনেই কাজ করছি, যাতে গ্রেফতারের পর অপরাধীরা কোনও ছাড় না পায়।’

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা মানি লন্ডারিংয়ের মামলার বিষয়ে তদন্ত শুরু করেছি। প্রথমে প্রাথমিকভাবে অনুসন্ধান করতে হয়, এরপর যে তথ্য পাওয়া যাবে তার ভিত্তিতে মামলা হয়। সেই মামলার তদন্ত সিআইডি করে থাকে। এখন পর্যন্ত আমরা তিন ব্যক্তির ফাইল অপেন করেছি। তাদের বিষয়ে তদন্ত চলছে।’

উল্লেখ্য, গত ২৮ মে লিবিয়ায় মানবপাচারকারীদের হাতে ২৬ বাংলাদেশি নিহত ও ১২ জন আহত হন। ওই ঘটনায় ৩৮ জনকে আসামি করে গত ২ জুন রাজধানীর পল্টন থানায় একটি মামলা দায়ের করে সিআইডি। এরপর আরও  বিভিন্ন থানায় ২২টি মামলা দায়ের করা হয়।

আরও পড়ুন- 

কুয়েতে সংসদ সদস্য শহীদুল ইসলাম পাপুল আটক 

পাপুলের থেকে ৩০ কোটি টাকা ঘুষ নেওয়া ব্যক্তিকে খুঁজছে পুলিশ

যুক্তরাষ্ট্রের মানবপাচার রিপোর্টেও এমপি পাপুল

ঘুষ দেওয়ার কথা স্বীকার করলেও নিজেকে নির্দোষ দাবি করেছেন এমপি পাপুল

স্বতন্ত্র সংসদ সদস্য পাপুলের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদক

লিবিয়ায় মানব পাচারকারীদের হাতে ২৬ বাংলাদেশি নিহত

লিবিয়ায় ২৬ বাংলাদেশি নিহতের ঘটনায় তিন মানবপাচারকারীর রিমান্ড