১০০ স্থাপনায় এডিসের লার্ভা, সাড়ে তিন লাখ টাকা জরিমানা

IMG-20200704-WA0020

এডিস মশা নিয়ন্ত্রণে পরিচালিত দ্বিতীয় পর্বের চিরুনি অভিযানের পঞ্চম দিনে ১০০টি স্থাপনার মশার লার্ভা পেয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। পাশাপাশি ২৪টি মামলায় ৩ লাখ ৫১ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৮ জুলাই) ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১৩ হাজার ১১৯টি বাড়ি ও নির্মাণাধীন ভবন পরিদর্শন করে ১০০টিতে এডিস মশার লার্ভা পাওয়া যায়। এছাড়া ৭ হাজার ৮৮০টি স্থাপনায় এডিস মশার বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া যায়। এসময়ে ২৪টি মামলায় মোট ৩ লাখ ৫১ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়।

এর আগে, গত ৪ জুলাই ১০ দিনব্যাপী শুরু হওয়া চিরুনি অভিযানের আজ পঞ্চম দিন। এই অভিযানে ৬৬ হাজার ৩০৫টি বাড়ি ও স্থাপনা পরিদর্শন করে ডিএসসিসির কর্মীরা। তাতে ৪৬৭টিতে এডিসের লার্ভা এবং ৪০ হাজার ৩৯৪টিতে এডিস মশা বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া যায়। এই চার দিনে ৯৪টি মামলায় ১১ লাখ ৫৩ হাজার ১০ টাকা জরিমানা আদায় করা হয়।