ময়ূর-২ এর মালিক গ্রেফতার






সিসিটিভি ফুটেজে বুড়িগঙ্গায় লঞ্চডুবিবুড়িগঙ্গায় মর্নিং বার্ড লঞ্চডুবি ও যাত্রী নিহতের মামলার প্রধান আসামি ময়ূর-২ লঞ্চের মালিক মোসাদ্দেক হানিফ ছোয়াদকে গ্রেফতার করেছে নৌ পুলিশ। বুধবার (৮ জুলাই) মধ্যরাতে তাকে রাজধানীর সোবহানবাগ এলাকা থেকে গ্রেফতার করা হয়। এর আগে ময়ূর-২ লঞ্চের সুপারভাইজার আব্দুস সালামকে গ্রেফতার করে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয়।ময়ূর-২ লঞ্চের মালিক মোসাদ্দেক হানিফ ছোয়াদ
নৌ-পুলিশের (ঢাকা জোন) সুপার খন্দকার ফরিদুল ইসলাম বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে বাংলা ট্রিবিউনকে বলেন, মালিক মোসাদ্দেক হানিফ ছোয়াদকে মধ্যরাতে গ্রেফতার করেছি। বাকিদেরও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, গত ২৯ জুন সকাল ৯টার দিকে সদরঘাট সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে  ময়ূর-২ নামের একটি লঞ্চের ধাক্কায় মর্নিং বার্ড নামে অপর একটি লঞ্চ ডুবে যায়। এ ঘটনায় মর্নিং বার্ড লঞ্চের ৩৪ জন যাত্রী মারা যান। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় দণ্ডবিধির ২৮০, ৩০৪ (ক), ৪৩৭ ও ৩৪ ধারায় একটি মামলা দায়ের করা হয়। মামলায় ময়ূর-২ লঞ্চের মালিকসহ ছয় জনকে আসামি করা হয়।

আরও পড়ুন-
লঞ্চ দুর্ঘটনার কারণ কী, দায়ী কারা জানাননি নৌ প্রতিমন্ত্রী

লঞ্চ দুর্ঘটনা এড়াতে তদন্ত কমিটির ২০ সুপারিশ

মুহূর্তে তলিয়ে যায় ‘মর্নিং বার্ড’