করোনায় অর্ধশত পুলিশ সদস্যের মৃত্যু

পুলিশদেশে করোনা সংক্রমণ শুরুর পর থেকে সোমবার (১৩ জুলাই) পর্যন্ত অর্ধশত পুলিশ সদস্য মারা গেছেন। মৃতদের মধ্যে কনস্টেবল থেকে শুরু করে এসপি পদমর্যাদার পুলিশ সদস্য রয়েছেন।
পুলিশ সদর দফতরের তথ্য অনুযায়ী সোমবার (১৩ জুলাই) পর্যন্ত ১২ হাজার ৭৮০ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে মারা গেছেন ৫০ জন।
সর্বশেষ সোমবার (১৩ জুলাই) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মিজানুর রহমান করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এছাড়া কোয়ারেন্টিনে ১৩ হাজার ৮০৪ জন এবং আইসোলোশনে ছিলেন ৫ হাজার ২ জন পুলিশ সদস্য। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ হাজার ১৯০ জন। যাদের বেশিরভাগই কাজে ফিরে গেছেন। করোনায় আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগর পুলিশের সদস্য রয়েছেন ২ হাজার ৪৪৪ জন।