চামড়ার মূল্য নির্ধারণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় ওলামা পরিষদ

01 Pic- Jatio Olama Porishod Press Conference- 15-07-2020কোরবানির পশুর চামড়ার ন্যায্যমূল্য নির্ধারণের দাবি জানিয়ে এই বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে জাতীয় ওলামা পরিষদ। বুধবার (১৫ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানায় সংগঠনরে নেতারা।

সংবাদ সম্মেলনে বারিধারা মাদ্রাসারা মুহতামিম নূর হোসাইন কাসেমী বলেন, ‘এই দেশে রফতানি শিল্পের মধ্যে পাট, চা ও চামড়া অন্যতম। দেশ যখন অর্থনীতিতে অগ্রসর হচ্ছিল, এই তিনটা গুরুত্বপূর্ণ শিল্প খাতকেই ধ্বংস করতে কুচক্রী মহল পেছনে লেগেছে, যাতে এই দেশের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়া যায়। গুরুত্বপূর্ণ এই তিন শিল্পকে রক্ষার জন্য সরাসরি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ জরুরি।’

নূর হোসাইন কাসেমী বলেন, ‘আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, চামড়া শিল্পকে ধ্বংসে তৎপর সিন্ডিকেট চক্রকে প্রতিহত করে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে চামড়ার ন্যায্যমূল্য নির্ধারণ করুন। দেশের অর্থনীতিকে রক্ষার জন্য চামড়ার ন্যায্যমূল্য নির্ধারণ করা জরুরি। অন্যথায় গত বছরের মতো লাখ লাখ চামড়া নষ্ট হওয়ার মতো ঝুঁকির আশঙ্কা তৈরি হতে পারে। দেশের বিপুল সংখ্যক এতিম, গরীব মানুষ এতে বঞ্চিত হবে।’

মুফতি মুহাম্মদ ওয়াক্কাস বলেন, ‘প্রধানমন্ত্রী চাইলে দুই দিনের মধ্যেই চামড়ার ন্যায্যমূল্য নির্ধারণ করে সংকটের সমাধান হয়ে যেতে পারে।’

এদিকে সংবাদ সম্মেলনে জাতীয় ওলামা পরিষদের কোনও নেতাকে স্বাস্থ্যবিধি অনুসরণ করতে দেখা যায়নি। সামজিক দূরত্ব বজায় রেখে আসন গ্রহণ করেননি তারা। অন্যদিকে সরকার করোনাভাইরাস সংক্রমণ রোধে সব ধরনের সমাবেশ, গণজমায়েত, ওয়াজ মাহফিল নিষিদ্ধ করলেও সংগঠনটি ১৭ জুলাই (শুক্রবার) বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে গণসমাবেশের ডাক দিয়েছে।

মাওলানা আব্দুল হামিদের (মধুপুর পীর) সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, মাওলানা মাহফুজুল হক, মাওলানা জুনায়েদ আল-হাবীব, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মাওলানা ফজলুল করীম কাসেমী, মাওলানা বশীর আহমদ, মাওলানা গোলাম মুহিউদ্দীন ইকরাম, হাফেজ মাওলানা আলী আকবর, মুফতি নেসার আহমদ, মাওলানা নাজমুল হাসান প্রমুখ।