উজবেকিস্তানের নতুন রাষ্ট্রদূত জাহাঙ্গীর আলম

 

মোহাম্মদ জাহাঙ্গির আলম

পররাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত অতিরিক্ত সচিব মোহাম্মাদ জাহাঙ্গীর আলমকে উজবেকিস্তানের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

প্রশাসন ক্যাডারের কর্মকর্তা আলম  বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে লিগ্যাল অ্যাফেয়ার্স অনুবিভাগের দায়িত্বে আছেন।

১৯৮৬ ব্যাচের কর্মকর্তা আলম এর আগে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের এশিয়া অনুবিভাগে জয়েন্ট সেক্রেটারি হিসেবে কর্মরত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন তিনি।

মোহাম্মাদ জাহাঙ্গীর আলমকে বিবাহিত ও দুই সন্তানের জনক।