নমুনা সংগ্রহের ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট দেবে সশস্ত্র বাহিনী

করোনা পরীক্ষাসশস্ত্র বাহিনী পরিচালিত মহাখালী ডিএনসিসি মার্কেটে স্থাপিত অস্থায়ী করোনা হাসপাতালে ঈদের ছুটিতেও নমুনা সংগ্রহ করা হবে এবং সেখানে নমুনা পরীক্ষার ফলাফল ২৪ ঘণ্টার মধ্যে দেওয়া হবে। মঙ্গলবার (২১ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এই তথ্য জানিয়েছে।
আইএসপিআর জানায়, সশস্ত্র বাহিনীর সার্বিক তত্ত্বাবধানে স্বাস্থ্য অধিদফতরের সহায়তায় সোমবার (২০ জুলাই) থেকে মহাখালী ডিএনসিসি মার্কেটে প্রস্তাবিত অস্থায়ী করোনা আইসোলেশন সেন্টার ও হাসপাতালে বিদেশগামী যাত্রীদের কোভিড-১৯ টেস্টের কার্যক্রম শুরু হয়েছে। মোট ২০টি বুথ স্থাপনের মাধ্যমে এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বয়োজ্যেষ্ঠ নাগরিক, মহিলা ও বিদেশি নাগরিকদের জন্য পৃথক নমুনা সংগ্রহ বুথ নির্ধারণ করা হয়েছে।
প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত, বিদেশ যাত্রার ৭২ ঘণ্টা আগে নমুনা সংগ্রহ এবং ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট প্রদান করা হবে। বিদেশগামী যাত্রীরা নমুনা প্রদানের পরবর্তী দিন বিকাল ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত তাদের রিপোর্ট সংগ্রহ করতে পারবেন। আসন্ন ঈদের ছুটিতেও নমুনা সংগ্রহ বুথ খোলা থাকবে।
নমুনা পরীক্ষা ফি বাবদ সরকার ৩ হাজার ৫৩৫ টাকা ধার্য করেছে। স্থাপিত বুথগুলোতে প্রতিদিন আনুমানিক এক হাজার বিদেশগামী যাত্রীর নমুনা সংগ্রহ করা হবে।
উল্লেখ্য, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সার্বিক তত্ত্বাবধানে মহাখালীস্থ ডিএনসিসি মার্কেটে প্রস্তাবিত অস্থায়ী করোনা আইসোলেশন সেন্টার ও হাসপাতাল স্থাপনের কাজ চলমান রয়েছে। যা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দিক নির্দেশনা অনুযায়ী চালু করা হবে।