সশস্ত্র বাহিনীতে ছয় হাজারের বেশি করোনা আক্রান্ত

করোনাভাইরাসদেশে করোনা সংক্রমণ শুরুর পর থেকে শনিবার (২৫ জুলাই) পর্যন্ত সশস্ত্র বাহিনীর সদস্য ও তাদের পরিবারের ছয় হাজার ৭৮৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)। এর মধ্যে মারা গেছেন ১০৭ জন। শনিবার (২৫ জুলাই) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, শনিবার (২৫ জুলাই) পর্যন্ত সশস্ত্র বাহিনীতে কর্মরত ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে ছয় হাজার ৭৮৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে সম্পূর্ণ সুস্থ হয়েছেন ৫ হাজার ৬৭৭ জন। যাদের অনেকেই এরই মধ্যে কাজে ফিরে গেছেন। বর্তমানে সিএমএইচ-এ চিকিৎসাধীন আছেন ৯০৩ জন।

আইএসপিআর আরও জানায়, গত এক সপ্তাহে করোনায় আক্রান্ত হয়েছেন ৫২১ জন। যাদের মধ্যে মারা গেছেন ১২ জন। এই ১২ জনের প্রত্যেকেরই বয়স ৬৫ বছরের ওপরে। তারা সবাই সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য।