২৮ চিকিৎসককে বদলি

স্বাস্থ্য অধিদফতর২৮ চিকিৎসককে বদলি করেছে স্বাস্থ্য অধিদফতর। তারা সবাই ৩৯তম বিসিএস এ নিয়োগপ্রাপ্ত এবং স্বাস্থ্য অধিদফতর ও করোনা আইসোলেশন সেন্টারে দায়িত্ব পালন করছিলেন। অধিদফতর বলছে, এই বদলি নিয়মিত কার্যক্রমের অংশ।

রবিবার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (প্রশাসন) ডা. বেলাল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ১২টার মধ্যে তাদের কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।

এই ২৮ চিকিৎসকদের মধ্যে আট জনকে ঢাকা বিমানবন্দর স্বাস্থ্য অফিস ও ২০ জনকে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে বদলি করা হয়েছে। তারা সবাই সহকারী সার্জন পদমর্যাদার।

হঠাৎ করে এই বদলি কেন জানতে চাইলে ডা. মো. বেলাল হোসেন বলেন, নিয়মিত বদলির অংশ হিসেবে তাদের নতুন জায়গায় বদলি করা হয়েছে। এছাড়া, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে চালু হওয়া কোভিড ইউনিটে চিকিৎসকের স্বল্পতা ছিল, একইসঙ্গে বিমানবন্দরে এখন কাজের চাপ বেড়েছে। তাই এসব জায়গায় চিকিৎসকদের বদলি করা হয়েছে।