হাটের স্বাস্থ্যবিধি (ফটো স্টোরি)

করোনার কারণে গত কয়েকমাসে সবচেয়ে পরিচিত 'স্বাস্থ্যবিধি' শব্দটির দেখা মিলবে না গরুর হাটে। যদিও স্বাস্থ্যবিধি মেনে হাট বসানো এবং হাটের মানুষ নিয়ম মানছেন কিনা সেটা মনিটরকরারও ঘোষণা ছিল। কিন্তু রাজধানীর হাটগুলোতে এর বালাই নেই। গরুর বিক্রেতা ক্রেতাদের পকেটে, ঝুলন্ত অবস্থায় কানে, থুতনিতে তবুও কিছু মাস্ক রয়েছে, তবে সামাজিক দূরত্বের কোনও বালাই নেই। এখানে একজন আরেকজনের গায়ে পড়ে গরুর দরদাম করা থেকে শুরু করে একসঙ্গে একইকাপে চা ভাগাভাগি করে খাওয়া পর্যন্ত চলছে। কেউ স্বাস্থ্যবিধি বিষয়ে সতর্ক করেছে কিনা প্রশ্নে এক ক্রেতা বলেন, 'গরুর হাটে স্বাস্থ্যবিধি আশা করাটাই ভুল। আমরা সব রিস্ক জেনেই এসেছি। হাটে প্রবেশের মুখে বা হাটের ভেতর কেউ সতর্কতার বিষয়ে কিছু বলেননি।'

111545796_1494440130728176_985540464663241475_n

115782605_208463523926026_5103223720083017770_n116086677_957075791387220_4671819530491722080_n113631701_992524534515501_8609350353338853246_n113631701_992524534515501_8609350353338853246_n (1)116606110_2408694102756394_4932038445508242876_n113545643_340400084023481_8961926409891560553_n116356348_281484709806673_6127121897393052543_n116428706_587941831913229_6655697939387449994_n114857989_322645282112303_3863847985860774965_n (1)114857989_322645282112303_3863847985860774965_n115761361_301275607742378_3739646919808764125_n116155226_966692910459210_4984783809989987307_n116155226_966692910459210_4984783809989987307_n114692701_299314778080314_8257809050070805781_n113118072_207245287389376_6649250925949882611_n116426813_2920917541487159_7398033024886708006_n116009573_3084277208293057_8208875954037786605_n115909463_293260315222393_4758192308871644188_n