দুই ঘণ্টার আগুনে নিঃস্ব ধামালকোট বস্তির ১৫ পরিবার

3প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে ঢাকার ভাষানটেকের ধামালকোট বস্তির আগুন নিভিয়েছে ফায়ার সার্ভিসের সদস্যরা। তবে এরমধ্যে অন্তত ১৫টি ঘড় পুড়ে ছাই হয়েছে। নিঃস্ব হয়েছে ১৫টি পরিবার ও পাঁচজন ক্ষুদ্র ব্যবসায়ী।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৮টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা জিয়াউর রহমান জানান, রাত ৮টা ৪০ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়। আগুন নির্বাপণ কাজে নেতৃত্বন দেন ঢাকা বিভাগের উপপরিচালক জনাব দেবার্শীষ বর্ধন এবং সহকারী পরিচালক জনাব মোঃ ছালেহ্ উদ্দিন।
আগুনে নিম্নআয়ের মানুষের ১২টি ছোটছোট আধপাকা ঘর পুড়েছে, এছাড়াও চার পাঁচটি দোকান পুড়েছে। তবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। বস্তিতে থাকা একটি গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয় বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

2