২৭ হাজার পশু বিক্রির মধ্য দিয়ে শেষ অনলাইন পশুর হাট

2এই বছর ব্যাপক সাড়া জাগিয়ে অনলাইনে রেকর্ড সংখ্যক কুরবানির পশু বিক্রি হয়েছে। বিভিন্ন মাধ্যম মিলে প্রায় ২৭ হাজার গরু, ছাগল ও অন্যান্য কুরবানির পশু অনলাইনে বিক্রি হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের এক যৌথ অনলাইন সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। ঢাকা উত্তর করপোরেশন এবং ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আয়োজনে কুরবানি পশু বিক্রির অনলাইন প্লাটফর্ম ‘ডিজিটাল হাট’ (www.digitalhaat.net) ও সারাদেশে অনলাইনে গরু ক্রয় বিক্রয় সংক্রান্ত বিষয়ে গণমাধ্যমকে অবহিত করতে এই অনলাইন সংবাদ সম্মেলন এর আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, শুক্রবার পর্যন্ত সারাদেশে ২৭ হাজার কুরবানির পশু অনলাইনে বিক্রি হয়েছে। ডিজিটাল হাট, ডিজিটাল হাটের সঙ্গে সম্পৃক্ত মার্চেন্ট ও ই-ক্যাব মেম্বারদের অনলাইনে বিক্রিত গরু, ছাগল ও ভেড়ার সংখ্যা ৬ হাজার ৮শ। জেলাভিত্তিক সরকারি প্লাটফর্মে কমপক্ষে ৫ হাজার ৫শ গরু-ছাগল বিক্রির কথা জানা গেয়েছে।
ডিজিটাল হাট সম্পর্কে ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম বলেন, এই বিশাল কর্মযজ্ঞ সফল করতে গিয়ে ডিএনসিসি, আইসিটি ডিভিশন, ই-ক্যাব, আইএসএসএল, ধানসিঁড়ি ও সাদিক অ্যাগ্রোর সম্মিলিত টিমকে রাতদিন পরিশ্রম করতে হয়েছে। যেখানে সেখানে গরু জবাই না করতে এবং গরুর বর্জ্য অপসারণে সিটি করপোরেশনকে সহযোগিতা করারও আহ্বান জানান তিনি।