মঙ্গলবার (৪ আগস্ট) বিকালে হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) খন্দকার সেলিম শাহরিয়ার বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, হাতিরঝিল এলাকার আকিজ গলির মুখে একটি কাঁঠালগাছে রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় অজ্ঞাত ওই ব্যক্তির লাশ পাওয়া যায়। খবর পেয়ে মঙ্গলবার সকাল ৯টার দিকে লাশ উদ্ধার করা হয়। স্থানীয় কেউ তার পরিচয় শনাক্ত করতে পারেনি।
ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।