সাংবাদিক সুবির ভৌমিকের ওয়েব পোর্টালে প্রকাশিত সংবাদের নিন্দা

বাংলাদেশ ডেপুটি হাই কমিশন, কলকাতা

ভারতীয় সাংবাদিক সুবির ভৌমিক পরিচালিত কয়েকটি ওয়েব পোর্টালে বাংলাদেশ, প্রধানমন্ত্রী, বিভিন্ন মন্ত্রী ও উপদেষ্টা, বাংলাদেশের মিলিটারি, গোয়েন্দা সংস্থা ও নিরাপত্তা বাহিনী নিয়ে বিভিন্ন মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করার নিন্দা জানিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ ডেপুটি হাই কমিশন।

শুক্রবার (১৪ আগস্ট) ডেপুটি হাই কমিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

সুবির ভৌমিকের নাম সরাসরি না নিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয় যে ‘আমরা বুঝতে পারছি ভারতের একজন নিন্দনীয় সাংবাদিক ওই পোর্টালগুলো পরিচালনা করছেন এবং সেগুলোর নাম হচ্ছে— দি ইস্টার্ন লিঙ্ক ডট কম, নিনাও ডট ইন ও লুক ইস্ট ডট ইন। ওই সাংবাদিক এর আগেও বাংলাদেশ সম্পর্কে বিভিন্ন মিথ্যা সংবাদ প্রকাশ করেছেন।’

২০১৭ সালে ওই সাংবাদিক ‘বাংলাদেশে ক্যু ও প্রধানমন্ত্রীর প্রাণনাশের চেষ্টা’ শিরোনামে একটি মিথ্যা সংবাদ প্রকাশ করে। সাংবাদিকতার নিয়ম নীতির তোয়াক্কা না করে ওই সাংবাদিক বাংলাদেশের মিলিটারি ও নিরাপত্তা বাহিনী নিয়ে বিভিন্ন মিথ্যা সংবাদ প্রকাশ করেছে।

সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে জড়িয়ে মিথ্যা খবর ও ফটোশপে তৈরি ছবি প্রকাশ করে বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আঘাত করার চেষ্টা করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ডেপুটি হাই কমিশন থেকে পাঠানো ওই বিজ্ঞপ্তিতে সবাইকে আহ্বান জানানো হয়েছে— যাতে ওই পোর্টালে পরিবেশিত সংবাদ আমলে না নেন।