১০ লিটারে ১ লিটার কম, পেট্রোল পাম্পকে জরিমানা

বিএসটিআইওজন ও পরিমাপে কারচুপির অপরাধে রাজধানীর দুটি পেট্রোল পাম্পের বিরুদ্ধে মামলা এবং ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। বুধবার (১৯ আগস্ট) সংবাদ মাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান বিএসটিআই সম্পাদক মঈনুদ্দীন মিয়া।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার ঢাকা মহানগরীর শাহবাগ ও নিউমার্কেট এলাকায় বিএসটিআই'র ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’ অনুযায়ী শাহবাগ এলাকায় অবস্থিত মেসার্স মেঘনা মডেল সার্ভিস সেন্টার (পেট্রোল পাম্প) তেল পরিমাপে প্রতি ১০ লিটারে ১টি পেট্রোল ইউনিটে ৪০ মিলি কম প্রদান করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে নিউমার্কেট এলাকায় অবস্থিত মেসার্স নিউওয়েজ সার্ভিসেস (পেট্রোল পাম্প) প্রতি ১০ লিটারে ১টি অকটেন ইউনিটে ১.০৬ লিটার জ্বালানি তেল কম প্রদান করায় ১ লাখ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন বিএসটিআই'র নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম রাশিদা আক্তার। সঙ্গে আরও অংশ নেন সংস্থাটির পরিদর্শক ছানোয়ার হোসেন ও পূজন কর্মকার।