অনুমতির আগেই আহমদ শফীর মাদ্রাসা খোলা

পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ঘোষণা না দিলেও কওমি মাদ্রাসা খোলার অনুমতি দিয়েছে সরকার। সোমবার (২৪ আগস্ট) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এ সংক্রান্ত আদেশ জারি করেছে। সরকারের অনুমতি ঘোষণার আগেই সোমবার সকালে চট্টগ্রামে হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফীর নিয়ন্ত্রণাধীন দারুল উলুম হাটহাজারীতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত।

দারুল উলুম হাটহাজারী মাদ্রাসার অফিসিয়াল ফেসবুক পেইজে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার খবর প্রকাশ করা হয়।। সেখানে বলা হয়, ‘আজ (২৪ আগস্ট) সোমবার জামেয়া দারুল উলুম হাটহাজারীতে সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত ভর্তি-ইচ্ছুক গায়রে মুলহাক মাদ্রাসা থেকে আগত সকল নতুন ছাত্রদের ভর্তি পরীক্ষার প্রথম পর্ব সমাপ্ত হয়েছে। উক্ত পরীক্ষায় শরহে বেকায়া থেকে তাকমিল ( মাস্টার্স), উচ্চতর হাদিস গবেষণা, উচ্চতর ইসলামিক আইন গবেষণা, উচ্চতর কোরআন গবেষণা, দাওয়া ইরশাদ এবং ক্বেরাত বিভাগে ভর্তি-ইচ্ছুক প্রায় ২৫শ’ ছাত্র অংশগ্রহণ করেন। আর এ পরীক্ষার ফল মঙ্গলবার প্রকাশ করা হবে।’

মাদ্রাসার ফেসবুক পেইজ থেকে পরীক্ষা নেওয়ার পোস্ট একই সঙ্গে ফেসবুক পোস্টে পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ছবিও প্রকাশ করা হয়। যেখানে দেখা যায়, কোনও শিক্ষার্থী মাস্ক পরে আসেননি, পরীক্ষার দায়িত্বে থাকা শিক্ষকদের মুখেও নেই মাস্ক।

এ বিষয়ে জানতে দারুল উলুম হাটহাজারী মাদ্রাসায় যোগাযোগ করেও কোনও বক্তব্য পাওয়া যায়নি।

ছবি: দারুল উলুম হাটহাজারী মাদ্রাসার অফিসিয়াল ফেসবুক পেজে থেকে নেওয়া।