নারায়ণগঞ্জ ট্র্যাজেডি: দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি মানবাধিকার কমিশনের

জাতীয় মানবাধিকার কমিশননারায়ণগঞ্জে মসজিদে এসি বিস্ফোরণে হতাহতের ঘটনায় দায়ীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। শনিবার (৫ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি জানায় সংস্থাটি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মসজিদের নিচের গ্যাস সংযোগ পাইপের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিতাস গ্যাসের গাফিলতির অভিযোগ রয়েছে। এ ঘটনায় তিতাস ও মসজিদ কমিটিসহ দায়িত্বশীলদের গাফিলতি আছে কিনা খতিয়ে দেখা প্রয়োজন। এ ঘটনার যথাযথ তদন্ত করে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম এক শোকবার্তায় নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। একইসঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, নারায়ণগঞ্জের তল্লায় শুক্রবার (৪ সেপ্টেম্বর) এশার নামাজের সময় মসজিদে বিস্ফোরণের ঘটনায় ৩৭ জন গুরুতর দগ্ধ হন। শনিবার দুপুর পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়। চিকিৎসাধীন সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানান চিকিৎসকরা।