নির্মাণ সামগ্রী ও ক্ষতিকর ধোঁয়া নির্গমণকারী গাড়ির বিরুদ্ধে জরিমানা

৩৩

রাস্তা ও ফুটপাতে খোলা অবস্থায় নির্মাণ সামগ্রী রেখে পরিবেশ দূষণ এবং গাড়ি হতে মাত্রাতিরিক্ত ক্ষতিকর ধোঁয়া নিঃসরণের মাধ্যমে  পরিবেশ দূষণকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদফতর।  সোমবার (৭ সেপ্টেম্বর)  রাজধানীর মিরপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করার সময় মোট ৫৩ হাজার টাকা জরিমানা করা হয়।

মিরপুরে পরিবেশ অধিদফতরের প্রধান কার্যালয়ের নির্বাহী ম্যজিস্ট্রেট রোজিনা আক্তার এই মোবাইল কোর্ট পরিচালনা করেন।

পরিবেশ অধিদফতর জানায়, রাস্তা ও ফুটপাতে  নির্মাণ সামগ্রী তথা ইট, বালু, পাথর, পরিত্যক্ত কনক্রিট ইত্যাদি খোলা অবস্থায় রেখে পরিবেশ দূষণের দায়ে রানা প্রোপার্টিজের ম্যানেজার কিরন পাঠান, উত্তর পীরের বাগের মো. মিজানুর রহমান,পশ্চিম মনিপুর মিরপুরের মো. মতিউর রহমান, পশ্চিম আগারগাঁওয়ের  মো. শাকিলকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মোবাইল কোর্ট ইসলামী ফাউন্ডেশন মোড়, আগারগাঁওয়ে  গাড়ির  ধোঁয়ার মাত্রা পরীক্ষা করে মাত্রাতিরিক্ত ক্ষতিকর ধোঁয়া দিয়ে পরিবেশ দূষণের দায়ে ৪টি গাড়িকে মোট ৮ হাজার টাকা জরিমানা করে।

নির্বাহী ম্যজিস্ট্রেট রোজিনা আক্তার বলেন, ‘পরিবেশ অধিদফতরের মহাপরিচালকের নির্দেশে বায়ু তথা পরিবেশ দূষণকারীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে। এ মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদফতরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের পরিদর্শক মো. মির্জা আসাদুল কিবরিয়া।