অ্যাপ ছাড়া মোটরসাইকেল-প্রাইভেটকারে যাত্রী পরিবহন করলে ব্যবস্থা

ডিএমপির প্রেস ব্রিফিংউবার, পাঠাও এরকম বিভিন্ন অ্যাপ ছাড়া মোটরসাইকেল বা প্রাইভেকারে যাত্রী পরিবহন করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। যাত্রী হিসেবেও অ্যাপ ছাড়া মোটরযানে যাতায়াত করলে শাস্তির মুখে পড়তে হবে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের নবনিযুক্ত অতিরিক্ত কমিশনার‌ এ কে এম হাফিজ আক্তার। রাজধানীর উত্তরায় অ্যাপ ছাড়া যাত্রী পরিবহন করতে গিয়ে মোটরসাইকেলসহ ছিনতাইয়ের ঘটনায় দুই জনকে গ্রেফতারের পর এসব হুঁশিয়ারির কথা সংবাদ সম্মেলনে জানানো হয়।

এ কে এম হাফিজ আক্তার বলেন, গত ২১ আগস্ট দুপুর দেড়টায় তুরাগ থানাধীন ১৫ নম্বর সেক্টরের ৫ নম্বর ব্রিজ সংলগ্ন ওয়ার্ল্ড ইউনিভার্সিটির গলিতে মোটরসাইকেলসহ পৌঁছামাত্র পূর্ব পরিকল্পনা অনুযায়ী অজ্ঞাতনামা ব্যক্তিরা গতিরোধ করে। পরবর্তী সময়ে ভিকটিমকে চাকু দিয়ে ভয় দেখিয়ে তার ব্যবহৃত টিভিএস স্ট্রাইকার এবং একটি মোবাইলসেট ছিনতাই করে। ওই ঘটনায় তুরাগ থানায় একটি নিয়মিত মামলা হয়। তদন্তে জানা যায়, অ্যাপ ছাড়াই যাত্রী পরিবহন করছিল সংশ্লিষ্ট ভুক্তভোগী।

ওই ঘটনায় গোয়েন্দা উত্তরা বিভাগের বিভাগের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে ছিনতাইকৃত মোটরসাইকেলসহ ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে রাজধানী ও বাগেরহাট জেলায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করে। গ্রেফতাররা হলো- মাসুম মোল্লা ও মো. ইমরান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ওই ঘটনায় সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে।

ডিএমপি'র নবনিযুক্ত অতিরিক্ত কমিশনার বলেন, যখন কোনও যাত্রী পাঠাও কিংবা উবারের মতো মোটরসেবায় মোটরসাইকেলে ওঠেন তখন কিন্তু পুলিশ জিজ্ঞাসা করে না কে কীভাবে উঠছে। যখন বিপদ হয় বা দুর্ঘটনা ঘটে তখন পুলিশ জানতে পারে।