বকেয়া বেতনের দাবিতে ড্রাগন সোয়েটারের শ্রমিকদের আল্টিমেটাম

1বকেয়া বেতন, উৎসব বোনাস, সার্ভিস বেনিফিটের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন ড্রাগন ও ইম্পেরিয়াল সোয়েটার কারখানার শ্রমিকরা। এ সময়ের মধ্যে তাদের বকেয়া পরিশোধ করা না হলে আগামী মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বিক্ষোভ মিছিল করা হবে বলে হুঁশিয়ারি দেয় তারা।
রবিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ কর্মসূচী থেকে এ আল্টিমেটাম দেন তারা। এসময় প্রায় দুই শতাধিক শ্রমিক সমাবেশে অংশ নেন।
বিক্ষোভ সমাবেশে শ্রমিকরা বলেন, কোনও নোটিশ ছাড়া কারখানা গত ২৬ মার্চ থেকে ৫০০ শ্রমিককে ছুটিতে রেখেছে মালিকপক্ষ। অথচ আমাদের একটি টাকাও দেওয়া হয়নি। এর মধ্যে দুটি ঈদ চলে গেলেও উৎসব বোনাস পায়নি শ্রমিকরা।
গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আন্তর্জাতিক সম্পাদক মঞ্জুর মঈন বলেন, বারবার আশ্বাস দিয়েও পাওনা টাকা দিচ্ছে না মালিকপক্ষ। কোন বলে এমনটা করছে সেটা দেখতে হবে। আগামীকালের মধ্যে বকেয়া বেতন, উৎসব বোনাস, সার্ভিস বেনিফিটের টাকা পরিশোধ করা নাহলে আগামী মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে ভুখা মিছিল পালন করা হবে।