নিয়োগপত্রের দাবিতে রি-রোলিং স্টিল শ্রমিকদের বিক্ষোভ

2শ্রমিকদের নিয়োগপত্র, পরিচয়পত্র, সার্ভিস বুক প্রদানসহ শ্রম আইন বাস্তবায়নের দাবিতে জানিয়েছে রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্ট। রবিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনটি আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।
সমাবেশে রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্টের সভাপতি ইমাম হোসেন খোকন বলেন, রি-রোলিং স্টিল মিলস শ্রমিকরা প্রচণ্ড উত্তাপের মধ্য দিয়ে কাজ করে থাকেন। তাদের কাজ খুবই ঝুঁকিপূর্ণ ও কষ্টকর। একটু অসতর্ক হলেই বড় দুর্ঘটনা ঘটে যায়। অথচ এই শ্রমিকদের নূন্যতম সুরক্ষা নেই, কারখানাগুলো শ্রমিক ছাঁটাই থেমে নেই। যেকোনও সময় কারখানা বন্ধ করে দেওয়া হয়। তাদের নিয়োগপত্র না থাকায় তারা আইনের আশ্রয় নিতে পারে না। কর্মক্ষেত্র তারা আহত হলে চিকিৎসা সহায়তা বা ক্ষতিপূরণ থেকে বঞ্চিত হন।
তিনি আরও বলেন, শ্রম আইন ২০০৬ (সংশোধিত) এর দ্বিতীয় অধ্যায়ে নিয়োগ ও চাকরির শর্তাবলী উল্লেখ আছে, কিন্তু এ আইন মানা হয় না। আমরা শ্রমিকদের নিয়োগপত্র, পরিচয়পত্র, সার্ভিস বুক প্রদানসহ শ্রম আইন বাস্তবায়নের জোর দাবি জানাই।
সমাবেশ শেষে তারা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরে স্মারকলিপি প্রদান করতে যান।