মানবতাবিরোধী অপরাধে কারাবন্দি হাজতির মৃত্যু

ঢামেকঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে মানবতাবিরোধী অপরাধে (যুদ্ধাপরাধী) এক কারাবন্দীর মৃত্যু হয়েছে। তার নাম এবি ইউনুস আলী ওরফে ইউনুস মৌলভী। তিনি জামালপুরের সদর উপজেলার চানপুর হরিনাকান্দা গ্রামের মৃত আব্দুল খালেকর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ি ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে কারাবন্দি এবি ইউনুস আলী ওরফে ইউনুস মৌলভী অসুস্থ হন। কারারক্ষীরা তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসেন। চিকিৎসকরা তার পরীক্ষা-নিরীক্ষার পর সকাল সাতটা ১২ মিনিটে তাকে মৃত ঘোষণা করে। বার্ধক্যজনিত রোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন তিনি। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে।