সোয়া কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ

4

প্রায় সোয়া কোটি টাকা মূল্যের পাঁচ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড। বুধবার (২৩ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার আনন্দ বাজার এলাকা থেকে এই অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়।

কোস্টগার্ড মিডিয়া উইংয়ের কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এম হায়াত ইবনে সিদ্দিক জানান, বুধবার সকালে বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন ও  পাগলা স্টেশনের সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করে পাঁচ লাখ মিটার অবৈধ কারেন্ট জব্দ করেন।

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার আনন্দ বাজার এলাকায় লেফটেন্যান্ট কমান্ডার এম সাজ্জাদ হোসেন এবং পাগলার স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট আসিফের নেতৃত্বে দুইটি দোকান ও একটি বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। জব্দ করা কারেন্ট জালের আনুমানিক মূল্য এক কোটি ২৫ লাখ টাকা।

লেফটেন্যান্ট কমান্ডার এম হায়াত ইবনে সিদিক আরও জানান, অভিযান চলাকালীন নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে সোনারগাঁ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। পরবর্তীতে স্থানীয় গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।