১০ তলার ওপর থেকে পড়ে তিন শ্রমিক নিহত

নির্মাণাধীন বহুতল ভবন (ফাইল ছবি)
রাজধানীর ধানমন্ডিতে নির্মাণাধীন ভবনে মাচা ভেঙে ১০ তলা থেকে পড়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর)  বেলা সাড়ে ১১টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে একটি নির্মাণাধীন ভবনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উসমান (২৩), ইনসান (২২) ও শফিকুল (২২)। তাই ভবনটির বাইরের দিকে তৈরি করা মাচায় কাজ করছিলেন। কাজ করার সময়ে মাচা ভেঙে তিন জনই নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ধানমন্ডি থানার উপপরিদর্শক এসআই মাঈনুল ইসলাম বলেন,

ঘটনাস্থলে এক শ্রমিকের মৃত্যু হয়। বাকি দুই জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্কয়ার হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক দুই জনকেই মৃত ঘোষণা করেন। পরে তাদের মৃতদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে বিকালে ময়নাতদন্তের ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
চাপাইনবয়াবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মিরাটলী বাবুপুর গ্রামের সেলিম রেজার ছেলে উসমান। একই উপজেলার আটরশিয়া গ্রামের মৃত আবদুল মালেকের ছেলে শফিকুল। আর ইনসান একই জেলার সদর উপজেলার দক্ষিণ কৃষ্ণ নাম গ্রামের শাহজালাল মিয়ার ছেলে। নির্মাণাধীন ভবনেই থাকতেন তারা।